Wednesday, February 27, 2013

৪৩. ব্যর্থ আশা

লেখার সময়ঃ ০৮-০৩-২০০২, শুক্রবার, সকাল ১১.০০ মিঃ

দূরের ঐ আকাশপানে
শেষ সীমানায়,
পথ চেয়ে বসে আছে
এক নারী অসহায়।

আসবে তার স্বপ্ন পুরুষ
এই প্রত্যাশায়,
সময় তাই কাটে তার
কষ্ট প্রতীক্ষায়।

একদা এই স্বপ্নখানি
মনে করে ঠাই,
মনটা আমার ডানা মেলে
উড়ে যেতে চাই।

দেহের মাঝে বন্দী এমন
নেই কোন উপায়,
অস্থিরতায় কাটে সময়
যদি সে হারিয়ে যায়।

অবুঝ মনে লিখলাম চিঠি
অজানা ঠিকানায়,
বসে আছি আজো পথ চেয়ে
উত্তর আসবে সে আশায়।।

সমাপ্ত