Thursday, February 28, 2013

৬১. মনের মুক্তি

লেখার সময়ঃ ০২-০৬-২০০২, রবিবার, রাত্রি ০৯.০০ মিঃ

অব্যক্ত কষ্টে নষ্ট আমি
ব্যথার সমাধিতে দাঁড়িয়ে,
এভাবেই দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে
যেতে হবে একদিন হারিয়ে।

চাইনাতো আমি কখনও
কষ্টের স্মৃতিতে জড়াতে,
চাই শুধু তোমার পাশে থেকে
সুখের সৌরভ ছড়াতে।

তোমার সুখের পরশে আজ
পারবে আমায় সুখ দিতে?
পারবে-কি কাঁটার বেড়াজাল থেকে
হৃদয়ের গভীরতায় টেনে নিতে।

সব দুঃখ ভুলিয়ে দিয়ে
কাছে টান চির আপন করে,
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নাও নতুন করে।

নইতো একদিন হারিয়ে যাব
চিরদিনের মত,
তোমার দুঃখ ঘুচবে সব
আমার কারণে যত।।

সমাপ্ত