Thursday, February 28, 2013

৬৫. কর্তব্য

লেখার সময়ঃ ২৩-০৬-২০০২, রবিবার, দুপুর ০১.০০ মিঃ

ভাল থাক, সাগরের মাঝে
সুখের ভেলায় চড়ে,
শত্রু হয়ে দুখ-কষ্ট
তোর সুখে যেন মরে।

উপচে পড়ুক ভালবাসায়
তোর জীবনের থলি
সর্বদা তুই সত্য বলিস
বারবার করে বলি।

ভালবাসিস নিঃস্বার্থভাবে
বিশ্বাসের দুটি চোখে,
তোর প্রতিদান পাবি তুই
জীবনের কোন বাঁকে।

দুখ-কষ্টে মনটাকে
বাঁধিস শক্ত করে,
এজীবনে ফল না পাস
পাবি মরণের পরে।

আবেগে তুই করিসনা কিছু
সাময়িক সুখ মোহে,
সেই ভুলে দুখ-কষ্ট
যাবে সারা জীবন বয়ে।

তোর জীবনের আশাগুলো
আসুক বাতাসে উড়ে,
আমি যেন মরতে পারি
এই কামনা করে।

তোর কষ্টে, বিষাক্ত হয়ে রক্ত
পড়ে হৃদয়ের ভিতর গড়িয়ে,
ইচ্ছে হয় অসাধ্য সুখের তাজ
দিই তোর মাথায় পড়িয়ে।

রক্ত না ভালবাসার সম্পর্ক
কোনটি ভাল, যদি মনে পড়ে
নিজের বিচারে ভেবে নিস
জীবনের স্মৃতি হৃদয়ে ভরে।

আমার কথাগুলো যদি মনে পড়ে
বা ঘুমের ঘোরে স্মৃতিতে জাগে
ক্ষণিকের কোন বাঁকে,
দশ সেকেন্ডের জন্য হলেও
একটিবার স্মরণ করে নিস
তোর এই ভাইয়াকে।।

সমাপ্ত