Wednesday, February 27, 2013

৪১. এ জীবনে ভাগ্য

লেখার সময়ঃ ০৩-০৩-২০০২, রবিবার, রাত্রি ০১.০০ মিঃ

জীবনের টাকাটা
ভাগ্যের চাকাটা
বয়ে আলে শুধু কষ্ট,
জীবনের ক্ষণগুলো
ভাগ্যে জমায় ধুলো
অনেক আশা করে নষ্ট।

জীবনের হাসিখুশি
ভাগ্যকে করে বেশী
এর বেশী কিছু তো চায়না,
জীবনের ভালবাসা
ভাগ্যের বাঁধে বাসা
তবু কেন স্বপ্ন সফল হয়না।

জীবনের লক্ষ্য
ভাগ্যকে করে দক্ষ
বয়ে আনে কত সাফল্য,
জীবনের জয়ধ্বনি
ভাগ্যকে করে গুণী
নেই তার কোন মূল্য।

জীবনের পরাজয়
ভাগ্যে আনে ক্ষয়
বয়ে আনে দুখ-যন্ত্রণা,
জীবনের কত শখ
ভাগ্যের আনে বিপাক
বাকী থাকে শুধু সান্ত্বনা।

জীবনের অভিজ্ঞতা
ভাগ্যের নীরবতা
বয়ে আনে শুধু ক্লান্তি,
জীবনের হতাশে
ভাগ্য যায় বাতাসে
থাকে না মনে কভু শান্তি।

জীবনের ইতিহাস
ভাগ্য ছাড়ে নিঃশ্বাস
তাতেই জীবন থাকে বেশ,
জীবনের পরিণাম
ভাগ্যের নেই দাম
জীবনে ভাগ্যের এখানেই শেষ।।

সমাপ্ত