Thursday, February 28, 2013

৬৩. হতে পারে

লেখার সময়ঃ ২১-০৬-২০০২, শুক্রবার, রাত্রি ১১.৩০ মিঃ

হতে পারে - তুমি পুষ্প
যে শুধ সৌরভ ছড়ায়
আমিও তো হতে পারি ভ্রমর
যে ভালবাসা জমায়।

হতে পারে – হঠাৎ করে
চোখ যদি পড়ে তোমাতে
ইচ্ছে তো জাগতেই পারে
তোমার পাশে যেতে।

হতে পারে আমার সঙ্গ
করতে পারে তোমায় ধন্য
যতটা ভালবাসা জমাবো আমি
পারবেনা কেউ অন্য।

হতে পারে – তুমি মহৎ
ভালবাসা সব বিলিয়ে দাও
কিন্তু তোমার মহত্বের সার্থকতা
কখনও কি বুঝতে চাও?

হতে পারে – তোমার উৎসর্গ
সবার চেয়ে ঊর্ধ্বে
তবু তুমি রয়েছ নিহিত
আমার ভালবাসার মধ্যে।

হতে পারে – বুঝবে একদিন
সেই সত্য কথাটি
পারবে-কি তখন ভুলে যেতে
আমাকে দেওয়া ব্যথাটি।

হতে পারে – তোমার আঘাতে
হারিয়ে যাব আমি চিরতরে
আর তুমি তোমার ভুলে
কাঁদবে সারাটি জীবন ধরে।।

সমাপ্ত