Wednesday, February 27, 2013

৩৬. ধারাবাহিক কবিতা

লেখার সময়ঃ ১৪-০১-২০০২, সোমবার, রাত্রি ১২.০১ মিঃ

(১) কান্না

দুঃখ ব্যথায় আমার কান্না পায়
মন উজাড় করে তখন কাঁদতে চাই,
সবার কাছ থেকে আড়ালে যায়
চেষ্টা করেও দেখি পানি আসা দায়।
কষ্ট মনে জমা হয়ে রয়
বুকটা তাইতো ফেটে যায়,
হাল্কা হওয়ার মোর উপায় নাই
কাঁদার চেষ্টা আর করিনা তাই।।

(২) হাসি

সুখ-আনন্দে আমার হাসি আসে
মনটা সুখের সম্রাজে ভাসে,
ছুটে যাই তাই সবার পাশে
সুখের অংশীদার করার আশে,
শান্তি আনে মনের ধ্বসে
তাইতো এমনে হাসি ভালবাসে।।

(৩) বাস্তবতা

মাঝে মাঝে বাস্তবতা খুব কষ্ট দেয়
তবুও তাকে একদিন মেনে নিতে হয়,
জানিনা বাস্তবতা অস্বীকারে কি পায়
তাইতো সবার কাছে ভুলের ক্ষমা চাই।

(৪) ভালবাসা

এ মনের অসংখ্য সীমাহীন আশা
সেই সাথে গভীরতাই মোর ভালবাসা।।

সমাপ্ত