Wednesday, February 27, 2013

৫৬. ছোট একটা

লেখার সময়ঃ ২৬-০৪-২০০২, শুক্রবার, সকাল ১০.৩০ মিঃ

পাশে এসে দাঁড়ালে তুমি
আমার মনের যন্ত্রণায়,
হৃদয়ের মাঝে ঢুকলে এসে
মুখের দেওয়া সান্ত্বনায়।

ভালবাসা দিয়ে বাঁধালে তুমি
সুখের একটা বাসা,
জীবনে প্রথম জাগালে এসে
সুপ্ত মনের আশা।

দিনে দিনে হাজারো স্মৃতি
জমালে এই মনে,
জানিনা হঠাৎ হল কি যে
অল্পদিনের ব্যবধানে।

দূরে সরে গেলে তুমি
ছোট একটা ব্যথাতে,
কষ্ট ভরে দিয়ে গেলে
ছোট একটা কথাতে।।

সমাপ্ত