Tuesday, February 26, 2013

১১০. মাটি মা

লেখার সময়ঃ ৩০-০৯-২০০৩, মঙ্গলবার, রাত ১০.০০ মিঃ

মাটির তৈরি মানুষ আমি
মাটিই আমার জান,
মাটির জন্য দিতে পারি
হাজারো জন্মের প্রাণ।

এই মাটির বুকে জাতির বিকাশ
নিয়ে সহস্র বেশ,
দিক বিদিকের কর্মক্ষেত্র আর
এখানেই জীবনের শেষ।

এই মাটির বুকে সুখের হাওয়া
হৃদয় করে শীতল,
তার কষ্টের অব্যক্ত আহাজারি
এ চোখকে করে ছলছল।

এই মাটির মাঝেই সকল পূর্ণতা
জীবনের সকল চাওয়া,
সান্ত্বনার ছায়া ব্যর্থতার মাঝে
এই মাটিই আমার মা।।

সমাপ্ত