জন্মদিন! সেতো নাকি
খুব সুখের দিন।
আজ আমার জন্মদিন
সামনের ঘড়িটা বারবার
সে কথাটিই বলছে আমায় –
কিন্তু কোথায় সুখ?
আমার আশে-পাশে তো
কিছুই দেখছিনা।
ঘরের মাঝে একা আমি
রাত্রি দ্বিপ্রহরের পরে
সঙ্গী হয়ে সামনে আমার
একুশ ইঞ্চি কালার টিভিটা
বন্ধু হয়ে সান্ত্বনা যোগাচ্ছে
আর কেউ নেই যেন
সারা পৃথিবী জুড়ে।
আমার মনটা গেয়ে যাই
শুধু দুঃখের হাহাকার
টিভিটা গান গেয়ে যায়
দিয়ে সান্ত্বনা যাযবর।
শুরুটা যদি এমন হয়
আমার শুভ জন্মদিনে,
জানিনা কোন দুঃখের পাহাড়
জমে আছে প্রতিক্ষণে।।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১১২. ভীত অভিজ্ঞতা
লেখার সময়ঃ ০৩-১০-২০০৩, শুক্রবার, রাত ০৩.০০ মিঃ