দুটি মনের এক ঘর
সব করে পারাপার
বিশ্ব ভালবাসা দিবস –
প্রেমময় মন বেহুঁশ।
ভালবাসার পুষ্প রজনী
এই দিনটিতেই সবাই মানি।
প্রেমিক-প্রেমিকার পুরনো সুর
এদিনেও লাগে সুমধুর
কোন সে এক আকর্ষণ
মাঝে থাকেনা কোন আভরণ।
দুটি দেহ, একটি প্রাণ
একে অপরকে করে দান।
না মানে মন্দ, না মানে ভাল
চারিদিকে দেখে শুধু আলো আর আলো,
মহান বিধাতার একি অপরূপ সৃষ্টি
মুখে তাদের ঝরে প্রেমালাপের বৃষ্টি।
তবু যেন মিটে না কারও তুষ্টি
রয়ে যায় সারাক্ষণ অপলক দৃষ্টি।
একটি সূর্য যেন, নীল গগণে
এক ফোঁটা দুধ ঐ সাগর পানে
এই প্রেমিক-প্রেমিকাদের তুলনা
আর চির-সাথী হওয়ার ভাবনা।
কত স্মৃতি, স্বপ্ন জাগে হৃদয় কাননে
সেই স্মৃতি, স্বপ্ন রাখে বুকে সযতনে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
১৫. বিশ্ব ভালবাসা দিবস
লেখার সময়ঃ ১৪-০২-২০০১, বুধবার, সন্ধ্যা ০৭.০০ মিঃ