আজ ছয় মাস হয়ে গেল
তোমার সাথে আমার বন্ধুত্ব,
অথচ বিগত ছটি মাসে
হয়নি তোমার আমার দেখা –
হয়নি নির্জনতাই দুজনে বসে
দুজনের জীবনের গল্প বলা।
যা হয়েছে তার সবটুকু
মনের অপেক্ষার অস্থিরতা
কখনো কোন জবাবের আশায়
মনে শত ভাবনা একে যাওয়া
আবার কখনো চিঠির আশায়
পোস্টম্যানের পথ চেয়ে থাকা।
তবুও এতো অস্থিরতার মাঝে
নেই কোন বিচলতার ছোঁয়া
নেই অপ্রিয় সত্যের মুখে
বন্ধুত্বে দূরত্বের কোন ব্যবধান।
যা আছে তার সবটুকু
মধুর আবেশ আর অনুভূতি
কখনও মনের উচ্ছলতায় ভরা
জীবনের সব কথা লিখে যাওয়া
আবার কখনও হতাশা বেদনায়
একে অপরের অস্থির সহানুভূতি পাওয়া।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
১০১. অস্থিরতা
লেখার সময়ঃ ৩০-০৩-২০০৩, রবিবার, সকাল ১১.০০ মিঃ