Wednesday, February 27, 2013

৪৯. স্বপ্নের মত

লেখার সময়ঃ ১৭-০৪-২০০২, বুধবার, রাত্রি ০২.০০ মিঃ

যখনি কোন অবসর পাই
পদ্মার ধারে এমন ছুটে যাই।

ভুলে যেতে চাই মনের ক্লান্ত ভাবনা
দিয়ে যাওয়া তোমার সব যাতনা।

দিনে দিনে হয়েছে ব্যথার সমাধি
কুঁড়ে খাই এমন আজ অবধি।

পদ্মার ধারে বসে নিমগ্ন ভাবনায়
স্রোতের সাথে যেন মনটা ভেসে যায়।

পদ্মার বুকে জাগা ছোট্ট একটা চর
মনের মাঝে করে আশার সঞ্চার।

সব স্মৃতিভরা দুঃখ ভুলে গিয়ে
চরের মাঝে দাঁড়িয়ে আছি তোমাকে নিয়ে-

সময় কেটে যায় অজানা গতিতে
সর্ব-সুখ দাঁড়িয়েছে আমাদের নতিতে।

মন চাই এভাবে দু’জন মিলে চরে
কাটিয়ে দেয় নির্ভয়ে সারা জীবন ধরে।

ভুলে যেতে চাই মনের অশান্তি
দূর যেন হয় সব যত ভুল-ভ্রান্তি।

কিন্তু হায়! আজ তুমি কোথায়
তোমার হৃদয়ে আমার নেই কোন ঠাই।

এমনের সুখ কামনা আর ভাবনা যত
তাইতো আজো ঠিক স্বপ্নের মত।।

সমাপ্ত