বহুদূরে চলে গেছ তুমি
এ হৃদয়ে ব্যথা রেখে
চোখে ভাসে প্রতিটি প্রহর
তোমার ছবিটা দেখে।
উদার তুমি এমনে আজো
কান্না উপহার দিয়েছ তাই,
কিন্তু আমি অন্তঃসারশূন্য
তা দেবার ও ক্ষমতা নাই।
আকাশে আমার মেঘ জমেছে
বৃষ্টি কখন আসবে
মূল্যহীন এ হৃদয়টা
আপন খেয়ালে ভাসবে।
শিক্ষা তোমার করেছে গ্রহণ
মন কাউকে না ভালবাসবে,
তোমার সুখে সুখী থেকে
হয়তবা তুমি তখন হাসবে।
উপহার শিক্ষার দিতে পারবনা মূল্য
তাইতো আজ চাচ্ছি মাফ
সুখের সাগরে থাক সদা
দিব না কখনও অভিশাপ।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১৮. দিবনা কখনও অভিশাপ
লেখার সময়ঃ ০৩-০৪-২০০১, শুক্রবার, দুপুর ০১.০০ মিঃ