Tuesday, February 26, 2013

১০. তুমি আর আমি

লেখার সময়ঃ ২০-১০-১৯৯৮, মঙ্গলবার, রাত ১০.০০ মিঃ

তুমি আর আমি একটি জীবন
দেহ দুটি শুধু ভিন্ন,
মোদের এই বন্ধন চির অম্লান
হবেনা কখনও ছিন্ন।

তুমি যদি পাখী হও, হব আমি ডানা
উড়িবে যখন আকাশে,
তুমি যদি মাছ হও, আমি হব পানি
রইব চির সাথীর বেশে।

তুমি যদি গাছ হও, হব আমি ফল
ঝরে গেলে চারা হব পাশে,
তুমি যদি ফুল হও, হব আমি ভ্রমর
খাব তোমার মধু চুষে।

তুমি যদি মেঘ হও, হব আমি ধোঁয়া
ছুটে যাবো তোমা পানে,
হও যদি মৃতদেহ, আমি তার আচ্ছাদক
পৃথিবীটা যেন জানে।

আর যদি এ বন্ধন, হয়ে যায় ছিন্ন
রবে না এ দেহে প্রাণ জীবিত,
পৃথিবীর বুকে রয়ে যাবে সেই স্মৃতি
রয়ে যাবে দুঃখ কত-শত।।

সমাপ্ত