কবিতা লিখি, গল্প লিখি
তবু পড়েনা কোন অন্ধ,
সবাই বলে আমার নাকি
ভুল হয়ে যায় ছন্দ।
মাথা খাটাই তাই চুল উঠে যায়
করবো আমি কি?
সেই দুঃখে কবিতা লেখা
ছেড়ে দিয়েছি।
গল্প লিখে নাম দিয়েছি
“ছোট্ট মণি খুকু”,
তাতেও বলে ওরে বোকা
গাধা নাম্বার টু।
আমি নাকি কুল লিখতে
লিখে ফেলি কুলটো,
তাতেই সব গল্প নাকি
হয়ে যায় উলটো।
কবিতা ছাড়লাম গল্পও ছাড়লাম
ছাড়তে কি আর বাকি,
গ্রাম না ছাড়ায় সবার চোখে
দিতে হয় যে ফাঁকি।
গ্রাম ছাড়া কি মুখের কথা
ঘর ছাড়া তো দূরে,
সেই দুঃখে আমায় নাকি
মরতে হবে পুড়ে।
বুদ্ধি খুঁজি-খুঁজতে গেলেই
লাগে বড্ড কাশি,
বুদ্ধি না পাই কচু গাছে
মরবো দিয়ে ফাঁসি।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
০১. কচু গাছে ফাঁসি
লেখার সময়ঃ ০৯-০৫-১৯৯৭, শুক্রবার, দুপুর ০২.৩০ মিঃ