Wednesday, February 27, 2013

৫২. তোমার জন্য

লেখার সময়ঃ ১৯-০৪-২০০২, শুক্রবার, সকাল ০৭.৩০ মিঃ

গাছে গাছে ফুল ফোটে
তোমার দর্শন যেন জোটে।

মেঘগুলো আনমনে ছুটে যায়
তোমাকে পাবার আশায়।

বৃষ্টি ঝরার এই বুঝি অর্থ
তোমার ছোঁয়া ছাড়া হবে ব্যর্থ।

তোমার রূপের তেজ আছে তাই
পরীরা লজ্জায় মুখ লুকায়।

প্রজাপতিরা যখন পাশে যাই
তোমার সৌন্দর্যে রং হারায়।

তোমার গুণের আলো দেখে হায়
জোনাকিরা তাদের আলো নেভায়।

সেই তুমি রয়েছ আমার পাশে
অন্য কিছু এমনে কিভাবে আসে?

সমাপ্ত