Wednesday, February 27, 2013

৯২. বৈষম্য

লেখার সময়ঃ ১৩-০১-২০০৩, সোমবার, রাত ০৩.০০ মিঃ

কেউ গড়ছে দালান কোঠা
আকাশ ছোঁয়া দিয়ে,
কেউবা মরছে পথে পথে
পুরো পরিবার নিয়ে।

কেউবা গাড়িতে চড়ে চড়ে
সারা দেশটা ঘুরে,
কেউবা পাড়ি জমাতে গিয়ে
পা-দুটি দেয় মুড়ে।

কেউ কল্প আঁকে জীবনে
সোনা ওজন দিয়ে,
কেউবা গল্প করে সেখানে
দুটো টাকা নিয়ে।

কেউ জাতের পোলাও খায়
পুরো পেটটা পুরে,
কেউবা ভাতের অভাবে আবার
যাই অচিরেই মরে।

কেউ সুখের ঘোরের মাঝে
রাত-দিন পার করে,
কেউবা মুখে ভর করে
থাকে রাস্তাই পড়ে।

কেউ চাঁদ নিয়ে ভাবে
হাতে কখন পাবে,
কেউবা খাঁদ দেখে ভাবে
পার হবে কিভাবে।

কেউ বেবী নিয়ে কত
বিনোদন ফুর্তি করে,
কেউবা টি.বি রোগে পড়ে
বিনা চিকিৎসাই মরে।

কেউ চাদর গায়ে জড়িয়ে
নিচে জ্যাকেট মুড়ে,
কেউবা বাদর হয়ে রয়েছে
ফুটপাতেতে পড়ে।

কেউ ননীর পুতুল হতে
করে চলে অত্যাচার,
কেউবা গলির ছেলে তাইতো
পাইনা কোন বিচার।

যেখানে আমরা সবাই স্বাধীন
এই সৃষ্টি কার জন্য,
উচিৎ সবার চেষ্টা করে
কমিয়ে আনা বৈষম্য।।

সমাপ্ত