এতো দিন ছিলাম আমি কত চেনা,
আজ দেখা হলে মনে হয়
একেবারে যেন আমি অচেনা।
আজ তোমাতে নেই কোন মানা,
বিলীন হয়েছে সেই সম্পর্ক
যেটা ছিল কোন পণ্য মূল্যে কেনা।
জানিনা কেন আজ এই ছলনা,
এমনের অব্যক্ত কষ্টে যাবে দূরে সরে
ছিল-নাতো সে কথাটি জানা।
তুমি আজ আকাশে মেলেছ ডানা,
অশান্ত ব্যথায় জ্বলছে মন সারাক্ষণ আর
তোমার বাধনে আজো পড়ে আছে টানা।
মনের মাঝে জমেছে যন্ত্রণার দানা,
তোমার সুখের পথে থাক তুমি সদা
এমনের সুখে তাই - ভুল ভাঙ্গাবো না।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৪৮. ভুল ভাঙ্গাবো না
লেখার সময়ঃ ১৬-০৪-২০০২, মঙ্গলবার, রাত্রি ০৮.০০ মিঃ