বিশ্বাস যে রাখতে জানে
বিশ্বাস কর তারে
সদা সর্বদা সে যেন
বিশ্বাস রাখতে পারে।
নিঃস্ব হতে যে পায়না ভয়
নিঃস্ব কর তারে
নিঃসঙ্গতাকে সঙ্গে করে
সে কাটাতে পারে।
বিশ্বাসীর মূল্য দিতে
শপথ করাবে না তারে
এমন ভুল করলে তুমি
সে দুঃখ পেতে পারে।
মিথ্যাকে আশ্রয় দিও না কখনও
সদা সত্য বল,
ভেবে চিনতে সবার সাথে
হিসেব করে চল।
আবেগে করবেনা কিছু
নিজেকে বাঁচাতে
তবেই তুমি পারবে
জীবনকে সাজাতে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
২২. এ মনের কথা
লেখার সময়ঃ ০৭-১১-২০০১, বুধবার, রাত ০৭.০০ মিঃ