ভালবাসার আকাশে আমায়
উড়িয়েছিলে ঘুড়ি করে,
সুতোর পিছনটা বুদ্ধি করে
রেখেছিলে হাতে ধরে।
তোমার সুখে এই আমাকে
উড়িয়েছ খুশি যত দূরে,
বাতাসের মাঝে ভাসতে দেখে
হেসেছ তুমি প্রাণটা ভরে।
কখনও উড়িয়েছ ঊর্ধ্ব গগণে
কখনও দিয়েছ টান,
তোমার সুখে নিজেকে সামলাতে
কষ্ট সয়েছে এই প্রাণ।
সখ ফুরলে তুমি আবার
নিয়েছ টেনে নিচে,
তোমার সুখে থেকেছ মেতে
আমার ভাবনা রেখে পিছে।
ঊর্ধ্বে ভেসে বুঝতে পেরে
করেছি এই প্রার্থনা,
শুরুতেই কেন ছলনার সুতোটা
একটিবার কেটে গেলনা।
ভাসতাম তবে আপন খেয়ালে
নিজের খুশিমতো,
থামতোনা কখনও জীবনের গতি
সুখের খেয়ায় পেরিয়ে যেত।
হঠাৎ একদিন পুরনো হলাম
ফেললে আমায় ছুড়ে,
নতুন ঘুড়ি উড়িয়ে দিলে
তোমার আকাশ জুড়ে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৫৫. ছলনার শখ
লেখার সময়ঃ ২০-০৪-২০০২, রবিবার, রাত ০৮.০০ মিঃ