Wednesday, February 27, 2013

১৬. অভিমান

লেখার সময়ঃ ১৪-০২-২০০১, বুধবার, সন্ধ্যা ০৭.৩০ মিঃ

সারা বিশ্বের সৃষ্টিকর্তা –
হে দয়াময় বিধাতা,
আমার প্রতি এ কেমন নিষ্ঠুরতা?

সবার মাঝে দিয়েছ প্রেম
দিয়েছ কারো না কারো সঙ্গ,
তবে আমার হৃদয় কেন ভঙ্গ?

সবার জন্য করেছ সৃষ্টি,
আমার জন্য কি নাই?
নিঃস্ব আমি তাইতো কষ্ট পাই।

ভালবাসার দিবস পালনে
দিয়েছ মানব হৃদয়ে দৃষ্টি,
দাও নি কেন এমনে তুষ্টি?

দেখিয়েছ স্বপ্ন দিয়েছ আশা
বুঝিয়েছ সঙ্গীর ঠোঁটের হাসি,
তবে এ হৃদয় কেন উদাসী?

দিবস দিয়েছ, দাও নি সঙ্গী –
ব্যক্ত করি কাকে সুপ্ত আশা,
এ কেমন তোমার ভালবাসা?

করেছ সৃষ্টি, তবু দাও নি এখনও
সে কথা সবাই জানি,
তবুও হলাম কেন আজ, অভিমানী।

নির্মম আজ, নির্ভর আমি
তাই করেছি এই অভিমান,
তা না দাও, শাস্তি দাও তুমি
ফিরিয়ে নাও তোমার দয়ার প্রাণ।।

সমাপ্ত