তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী
এ বুকের ব্যথা তুমি কখনও বোঝনি।
শত ব্যথা বেদনা আজ কিছু নয়
ভেবে দেখ কত ভালবাসি তোমায়।
প্রতিটি প্রহর তোমায় মনের মাঝে দেখি
কল্পনায় সারাক্ষণ তোমার জলছবি আঁকি।
মরীচিকার মত তোমার দেখা পেলে
মনটা ছুটে যায় ডানা মেলে।
তুমি কঠোর, তুমি মায়াবিনী
অব্যক্ত কথাগুলো তুমি বুঝতে চাওনি।
শত চাওয়া-পাওয়া আজ কিছু নয়
ভেবে দেখ কতটা এমন তোমাকে চাই।
ছুটে চলেছো তুমি ভাবনার আগে
স্বপ্নে সারাক্ষণ তুমি থাক জেগে।
প্রার্থনা করে চলি চোখে নিয়ে পানি
যদি কখনও পাই তোমার আশার বানী।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
৯৭. আজও এমনে তুমি
লেখার সময়ঃ ১৯-০৩-২০০৩, বুধবার, রাত ০৩.০০ মিঃ