কি করে ভুলিব আপুর সেই ভালবাসা
সোহাগ মাখা শাসন,
দুটি হাত দিয়ে বাঁধিয়া রাখিত
করিয়া বুকের রতন।
কি করে ভুলিব আপুর সাথে গাঁথা
হাজারো স্মৃতিগুলো,
আমার উল্লাসে হেসেছে সুখের হাসি
দুঃখে দিয়েছে হাত বুলি।
কি করে ভুলিব আপুর সেই ত্যাগ
ভালবাসার বেড়াজাল,
জীবনের চাওয়া-পাওয়ায় উৎসাহ দিয়েছে
নিরাশায় ধরেছে হাল।
কি করে ভুলিব আপুর সাথে করা
জানা-অজানা অপরাধ,
অভিমান করে চলে গেছে আপু
হাতশূন্য হয়ে আজ আমার এই কাঁধ।।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
৯৯. কি করে ভুলিব
লেখার সময়ঃ ২৩-০৩-২০০৩, রবিবার, রাত ০৮.০০ মিঃ