নিঃসঙ্গ একাকী আমি জেগে আছি
শুধু তোমার কথা স্মরণ করে,
হৃদয়ে তোমার অস্তিত্ব করে বিলীন
দিয়ে গেছে এ হৃদয়ে যন্ত্রণা ভরে।
যে চোখ দুটো দিয়ে আমার জন্য
ভালবাসার ঝর্ণাধারা ঝরত,
আমাকে কাছে না পাওয়ার বেদনায়
মনটা অস্থিরতায় মরত -
সেই চোখে আজ চর জেগেছে
আমাকে দেখায় শুধু খেলা,
ঐ মনের উদার মাঠে আজ
বসেছে নতুন ভ্রমরের মেলা।
যে স্বপ্ন সাগরে শুধু
আমার ভেলা চলতো,
দুঃখ হতাশা, কষ্ট বেদনায়
আমার প্রদীপ জ্বলত –
সেই সাগরে বন্যা এসেছে
আমায় বিলীন করে,
তোমার দহনে তাইতো এমন
যাচ্ছে অনুতাপে মরে।
তুমি কি কখনও সুখের মাঝে
একটিবার এনেছ আমায় মনে,
তবু আমি তোমার সুখ কামনায়
দোয়া করি প্রতিক্ষণে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৪০. অনুতপ্ত উদারতা
লেখার সময়ঃ ২৭-০২-২০০২, বুধবার, রাত্রি ১০.০০ মিঃ