Wednesday, February 27, 2013

১১১. শুভক্ষণে তিক্ততা

লেখার সময়ঃ ০৩-১০-২০০৩, শুক্রবার, রাত ১২.০১ মিঃ

অক্টোবরের তারিখ তিন সবেমাত্র শুরু
একটি দুটি, তিনটি করে ঝরে গেল
আমার জীবন আকাশের কুড়িটি তারা,
ঝরে গেল কুড়ি বসন্তের কচি কচি পাতাগুলো –
শুরু হল বার্ধক্যের দিকে এগিয়ে চলা
জোয়ার ভাটার মত লক্ষ্য নিয়ে
জানা-অজানা ঠিকানায় ছুটে যাওয়া,
সাফল্য আর ব্যর্থতা সেতো তাহার হাতে।

আমার ধর্ম কর্ম, ধ্যান-ধারণা বিশ্বাস
ঠিক রেখ তুমি এই প্রার্থনা করি
তেমনটি করে যেমনটি ছিলাম
আজ হতে কুড়িটি বছর পূর্বে
ভুলিয়ে দিয়ে আজকের ব্যর্থতা
দুঃখ কষ্ট হতাশার গ্লানি –
নইলে, পারবনা সইতে আমি পারবনা বইতে
আর খুব অচিরেই যাব হারিয়ে।।

সমাপ্ত