জানিনা কখন এমনটা
গিয়েছে তোমাতে হারিয়ে –
দুষ্ট ঐ ঠোঁটের ইশারা
যায় হৃদয়কে নাড়িয়ে।
হঠাৎ করে যখন তুমি
বললে মনের ভাষা –
তখন থেকেই মনটা ব্যাকুল
বাঁধল তোমার বাসা।
হয়তো তাই টিকে আছি
জীবন যুদ্ধের সংগ্রামে –
সেই বিজয়ে তোমাকে চাই
যুদ্ধ করি এই মর্মে।
বেঁচে আছি-বেঁচে থাকবো
তোমায় পাশে পেলে –
পাগল হব আমি মরে জাব
তুমি হারিয়ে গেলে।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১১৯. বাঁচা-মরা
লেখার সময়ঃ ২৫-১২-২০০৩, শনিবার, সকাল ০৮.৩০ মিঃ