Thursday, February 28, 2013

৮২. প্রাপ্তি

লেখার সময়ঃ ০৩-১২-২০০২, মঙ্গলবার, সকাল ১১.৩০ মিঃ

আপুরে-আপু, ভাবিসনা তুই –

যারা তোকে কষ্ট দিল
কারণে আর অকারণে,
যন্ত্রণার জ্বালায় ভুগবে তারা
জীবনের প্রতিটি ক্ষণে।

যারা তোকে চাপিয়ে দিল
হাজারো অপবাদের বোঝা,
তাদের প্রাপ্য পাবে তারা
হবেই একদিন তাদের সাজা।

যারা তোর জীবনের পথটাকে
করে তুলেছিল অতিষ্ঠ,
পাপের পাহাড়ের নিচে পড়ে
হবেই তার একদিন পিষ্ট।

যারা তোর সাথে শুধু
করে গেল ভালবাসার ছলনা,
তারায় ভুগবে সারাটি জীবন
জাগবে তোকে ভালবাসার লালনা।

যারা তোকে বাচতে দিলনা
এই পৃথিবীর তরে,
দুঃখের আগুন জ্বলবে একদিন
সেই পাপীদের ঘরে।

যারা তোকে, আজো পাপী ভাবে
খুঁজতে চাই তোর পাপের অংশ,
তোর পুণ্যের সাগরের মাঝে
হবেই তারা একদিন ধ্বংস।।

সমাপ্ত