Wednesday, February 27, 2013

৪৪. জীবনের ভূল

লেখার সময়ঃ ১০-০৩-২০০২, রবিবার, রাত্রি ১১.৩০ মিঃ

শুনে সময়ের টিকটিক
কোনকিছু আর থাকেনা ঠিক,
মনে পড়ে যখনি আমি
হারিয়ে ফেলেছি দিক।

এ জীবনের আশাগুলো
মনের সব ভাষাগুলো,
সময়ের ব্যবধানে আজ
হয়েছে পথের ধুলো।

ভাবনায় অটল লক্ষ্য
নয় সেটা আজ মুখ্য,
অলসতায় গা ভাসিয়ে
হারিয়েছি মনের দক্ষ।

মাথায় সফলতার উজ্জ্বল তাজ
মনের সেই স্বপ্ন আজ
দিন দিন তা ক্ষয়ে ক্ষয়ে
পড়েছে নিরূপয়তার ভাঁজ।

আমার অবুঝ মন
গড়ে হীন স্মৃতিচারণ,
দুশ্চিন্তার পাহাড়ে দাঁড়িয়ে
কাঁদছে শুধু সারাক্ষণ।

দু’চোখে অশ্রুর ঝর্ণাধারা
মনটা আজ ব্যথায় ভরা,
তাইতো এমনটা আমার
দিন দিন যাচ্ছে মারা।

মনটা আমার বোঝে না
অকারণে বাড়ায় যন্ত্রণা,
আমার দুঃখ আমারই থাক
চাইনা কারো সান্ত্বনা।।

সমাপ্ত