Tuesday, February 26, 2013

১২৩. অবাধ্য মন

লেখার সময়ঃ ০১-০১-২০০৪, বৃহস্পতিবার, রাত ১১.০০ মিঃ

এলো নতুন বছর
তবু গুনছি প্রতিটি প্রহর –

জানিনা কার ডাকে
এমনটা গেছে চলে
তবু যাইনি আমায় বলে।

বাগান ভরেছে ফুলে
স্রোত বইছে স্বচ্ছজলে
হৃদয়ের দুয়ার খুলে
প্রজাপতি নাচছে তালে –

সুখের ছায়াতলে
স্মৃতিগুলো পেছনে ফেলে
গিয়েছি সব ভুলে
দাঁড়িয়ে নতুন কূলে।

জানিনা কার ডাকে
এমনটা গেছে চলে
তবু যায়নি আমায় বলে।

দিলে কেন ঠেলে
ভাবনার অন্তরালে
বুকেতে আগুন জ্বলে
ভরেছে অপেক্ষার থুলে –

ওগো মায়াবিনী, কোথায় তুমি
মন কেন নিলে আমার
তোমার জন্য দেহটা একাকী
হল যে যাযাবর।

জীবনের পথে ভালবাসার রথে
সঙ্গী হবে কি তুমি আমার।।

সমাপ্ত