Thursday, February 28, 2013

৬৯. সুখের খোঁজে

লেখার সময়ঃ ০৬-০৮-২০০২, মঙ্গলবার, রাত্রি ১০.০০ মিঃ

আচ্ছা বলতো – সুখ কি?

সকাল বেলা সূর্যকে দেখে
ভাবি ঐ বুঝি সুখ,
পেলাম তার দেখা ভেবে
হাসিতে ভরে উঠে মুখ।

সময়ের কাঁটাটা যখন
আলোর মুগ্ধতায় কাটে,
হঠাৎ করেই তাপের তেজে
বুকটা যায় ফেটে।

তবে কি সুখের মাঝেই
রয়েছে কষ্টের স্রোতধারা,
নাকি আমার মনটা আজ
হয়ে পড়েছে উপলব্ধি হারা।

বেলা গড়িয়ে ভুল ভাঙ্গে
দেখি যখন পাখির ঝাঁক,
উপলব্ধি করি ঐ তো সুখ
দিচ্ছে যেন আমায় ডাক।

দুটি চোখে কত স্বপ্ন জাগে
পাখিদের দিকে দেখে,
তারাও হঠাৎ হারিয়ে যায়
মনে কষ্টের রেখা এঁকে।

কখনও বা মনের গভীরতায়
ঠাণ্ডা হাওয়া দেয় দোলা,
কখনও বা ঝড়ো হাওয়া
গড়ে তুলে দুঃখের মেলা।

গোধূলি লগ্নে, উপলব্ধির জালে
খেলা করে যেন শুধু সুখ,
তবুও প্রতিনিয়ত সূর্যাস্তের সাথে
দেখি আবার আঁধারের মুখ।

ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে
রাত্রি কাটে দুঃখের ঘোরে,
সুখের খোঁজে, দুঃখের ঠিকানা
জীবনে আমার প্রতিটি মোড়ে।।

সমাপ্ত