Thursday, February 28, 2013

১১. ক) একটি সম্বল

লেখার সময়ঃ ০৪-১১-১৯৯৮, বুধবার, বিকাল ০৩.৩০ মিঃ

ছিল মোর এক দোষ, তাই মন ছিল খোশ
আর যেন কেউ ছিলনা
মোদের দেখে হত অবাক, দিত সবাই একই জবাব
বাহ্, এর তুলনা হয়না।

বলি দোষ আমি তোরে, বোঝাবো যে কি করে
কতটা এমন তোরে চাই
বুকটা দেখানোর হলে, দেখাতাম তোরে খুলে
তোরে কাছে পেয়ে শান্তি কি যে পায়।

মোদের এই সম্পর্কের জাল, কালের ঘড়ি পাবেনা নাগাল
শুরু আছে যার শেষ নাই
ভুলেছ মোরে যদি জানতে পাই, থাকবেনা মোর কোন উপায়
পাব বড়জোর মরিবার মত ঠাই।

গেলে কেন পর ক্ষণে, নাম লিখে রেখে এমনে
দিচ্ছ আজ মিথ্যে সান্ত্বনা
এ দেহে রক্ত মাংসের ভিড়ে, দেখাতাম এ বুক ছিঁড়ে
বোঝ না কি আমার যন্ত্রণা।

সত্যি বোঝ যদি এমনের ব্যথারে, লিখবেনা কখনও আর এমন করে
এ জ্বালা যে আর সয় না
ফিরে এসো পাশে বন্ধু, পূর্বের বেশে
ভুল যেন আর রয়না।।

সমাপ্ত