Wednesday, March 17, 2010

৭৭. নিশ্চল মন

লেখার সময়ঃ ১৩-১০-২০০২, রবিবার, সকাল ০৯.০০ মিঃ

সারাক্ষণ মন ভালো নেই
আশে পাশে আলো নেই,
চারদিকে দেখি অন্ধকার –
আজ আমি ভুলতে বসেছি
আমি কার কে আমার।

সঠিক পথের সন্ধান নেই
সার্থকতার সন্মান নেই,
চারদিক ঘিরে ভুলের ঠিকানা –
চঞ্চলতা আমার হারালো কোথায়
নেই তা আমার জানা।

সুখে উল্লাসের চাওয়া নেই
দুঃখে মুক্তির পাওয়া নেই,
চারদিকে শুধু স্বপ্নের জাল –
খুঁজে দেখতে চাইনা কখনো
আজ আমার কেন এই হাল।।

সমাপ্ত