Wednesday, March 17, 2010

১৯. আমার ছন্দের রহস্য

লেখার সময়ঃ ২৪-০৪-২০০১, মঙ্গলবার, রাত ০৮.৪৫ মিঃ

আজ ছন্দ লিখে যায়
একটি মেয়ের মহিমায়।

সৌন্দর্যের লীলা সে যে
মনের বড় চোর,
তাইতো আমার এই মনে
নেমেছে আজ ঘোর।

এ মনের ছন্দের ফাঁকে
সেই মেয়েটায় লুকিয়ে থাকে।

মিষ্টি মাখা বানী তার
চাঁদের মত গাল,
সেই সৌন্দর্যের জালে পড়ে
আজ আমার এই হাল।

সামনে ভাসে শুধু তার ছবি
তাইতো আজ হয়েছি কবি।

তার সেই দেহের গঠন
বাবরী দোলানো চুল,
তার সাথে মন মিলানো
নয়তো কোন ভুল?

সমাপ্ত