Friday, November 19, 2010

জন্মভূমি

কবিঃ দ্বিজেন্দ্রলাল রায়
কি মাধুর্য জন্মভূমি জননি তোমার|
হেরিব কি তোমারে মা নয়নে আবার|
কতদিন আছি ছাড়ি,
তবু কি ভুলিতে পারি,
তবুও জাগিছ মাতঃ হৃদয়ে আমার|

লালত শৈশব যথা যপিত যৌবন,
ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গো মন,
প্রতি তরুলতা সনে
মিশ্রিত জড়িত মনে,
স্মৃতিচোখে প্রিয় ছবি হেরি বার বার|

তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে,
কখন বাসনা মাতঃ নাহি হয় চিতে;
অভূষণ শোভারাশি,
মাতঃ তব ভালবাসি;
চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার|
স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার|

সমাপ্ত