Friday, November 19, 2010

ক'রো না অপমান

কবিঃ দ্বিজেন্দ্রলাল রায়
যেই স্থানে আজ কর বিচরণ,
পবিত্র সে দেশ পূণ্যময় স্থান;
ছিল এ একদা দেব লিলাভূমি,
করোনা, করোনা তার অপমান!

আজিও বহিছে গঙ্গা, গোদাবরী
যমুনা, নর্মদা, সিন্ধু বেগবান;
অই আরাবলী, তুঙ্গ হিমগিরি;
করোনা, করোনা তার অপমান|

নাই কি চিতোর, নাই কি দেওয়ার,
পূণ্য হলদিঘাট আজো বর্তমান|
নাই উজ্জয়িনী, অযোধ্যা, হস্তিনা?
করোনা, করোনা তার অপমান|

এ অমরাবতী, প্রতি পদে যার,
দলিত চরণে ভারত-সন্তান;
দেবের পদাঙ্ক আজিও অঙ্কিত,
করোনা, করোনা তার অপমান|

আজো বুদ্ধ-আত্মা, প্রতাপের ছায়া,
ভ্রমিছে হেথায়-হও সাবধান!
আদেশিছে শুন অভ্রান্ত ভাষায়,
করোনা, করোনা তার অপমান|

সমাপ্ত