Friday, November 19, 2010

আয় রে বসন্ত

কবিঃ দ্বিজেন্দ্রলাল রায়
আয় রে বসন্ত তোরও
কিরণ-মাখা পাখা তুলে|
নিয়ে আয় তোর কোকিল পাখির
গানের পাতা গানের ফুলে|

বলে - পড়ি প্রেমফাঁদে
তারা সব হাসে কাঁদে;
আমি শুধুই কুড়ই হাসি -
সুখনদীর উপকূলে|

জানি না ত দুখ কিসে,
চাহি না প্রেমের বিষে,
আমি বনে বেড়িয়ে বেড়াই,
নাচি গাই রে প্রাণ খুলে|

নিয়ে আয় তোর কুসুমরাশি,
তারার কিরণ, চাঁদের হাসি,
মলয়ের ঢেউ নিয়ে আয়
উড়িয়ে দে মোর এলো চুলে|

সমাপ্ত