কে তুমি, কি দিব উপমা –
নাম না জানা “অনামিকা” তুমি
আমার অসহায় হৃদয়ে,
“তৃষ্ণা” নামে অমৃত তুমি
দুটি চোখের তৃষ্ণা বিদায়ে।
সাগরের মত মহৎ “সাগরিকা” তুমি
কল্পনার সব স্বপ্নজালে,
“বাসন্তী” নামে সুখ পায়রা তুমি
বসন্ত সৃষ্টি প্রতি তালে।
নীল আকাশের ভিড়ে “নীলাঞ্জনা” তুমি
নীলে আঁকা মনের তুলিতে,
“মাধুরী” নামে চির-সাথী তুমি
মধু-পূর্ণিমা প্রতিটি রাতে।
আবেগের কালো-ঝড় নিয়ে “বৈশাখী” তুমি
মনে চাওয়া-পাওয়া দ্বন্দ্বে,
“নূপুর” নামে মনের ঠিকানা তুমি
মোহিত সুর, নৃত্য আর ছন্দে।
চৈতি চাঁদনী রাতে “চৈতালি” তুমি
সঙ্গী হয়ে মনের নিঃসঙ্গতায়,
“সুন্দরী” নামে কোন হুড়-পরী তুমি
ব্যাকুল মনের অস্থিরতায়।
কল্পনার ছোঁয়ায় “কল্পনা” তুমি
সুখের প্রান্তে দাড়িয়ে,
“অপরূপা” নামে রূপের সমাধি তুমি
আশার দুটি হাত বাড়িয়ে।
কে তুমি, নিঃসঙ্গ অনুভবে জেগে –
কি নাম দেব মনে জমা,
উপমায় আমার মিশে আছো নাকি
সবকিছু ঘিরে থাকা নামটি তোমার “উপমা”।।
সমাপ্ত
Friday, March 12, 2010
৭৯. উপমা
লেখার সময়ঃ ২৪-১২-২০০২, বৃহস্পতিবার, রাত ১০.০০ মিঃ