Friday, March 12, 2010

১৭. বৃষ্টির গুনাগুন

লেখার সময়ঃ ২২-০৩-২০০১, বৃহস্পতিবার, বিকাল ০৪.৩০ মিঃ

বৃষ্টি পড়ে ঝুমঝুম
চোখে তাই আসেনা ঘুম।

বৃষ্টিতে বাইরের পরিবেশ
দেখতে যেন লাগে বেশ।

সৌন্দর্য তাই দেখে যাই
কবিতা লিখতে ইচ্ছে হয়।

জানালার পাশে বসে মনের ভুবনে
বৃষ্টির আগমনে সজীবতা সব জীবনে।

মনে ভাবি কত আশা
এযে বৃষ্টির ছোঁয়ারই ভালবাসা।

স্মৃতিপটে কত অতীত বেলা
এসে মনে দেয় যে দোলা।

ভবিষ্যতের স্বপ্ন মনে আসে
হৃদয়টা স্বপ্ন-পুরীতে ভাসে।

বৃষ্টি পড়া থেমে যায়
বাস্তবে ফিরে কষ্ট পায়।

শান্ত পরিবেশ করে দান
তাইতো সবাই করে বৃষ্টির গুণগান।।

সমাপ্ত