ইচ্ছে আমার মনের মাঝে
দিচ্ছে শুধু টহল,
সুযোগ পেলেই বানাবে যেন
ভারতের তাজমহল।
শখ আমার দিচ্ছে দোলা
মানবে না কখনও হার,
উপহারে দিয়ে দেবে
লিবার্টি অব স্ট্যাচু আমেরিকার।
আশা আমার পাহাড় সম
সুখ পাই তাই জিতে,
মনটা তুলে রাখতে চায়
মিশরের পিরামিডে।
ভাবনা আমার এলোমেলো
নাই যে কোন জ্ঞান,
মনের মাঝে গড়তে চায়
ব্যাবিলনের শূন্য উদ্যান।
সুখ আমার ডুমুরের ফুল
তবু গর্বের জীবনটা,
তবে কেন এমনে বাজে শুধু
মস্কোর ঘণ্টা।
দুঃখ আমার সাগরের জল
হই না তবু অধীর,
বুকের মাঝে বেধে রাখি
চীনের প্রাচীর।
জীবন আমার রহস্যে ভরা
কি খারাপ-কি মঙ্গল,
দুঃখ হতাশা সৃষ্টি করে
আফ্রিকার জঙ্গল।
ভালবাসা আমার সার্থক হবে
যখন আসিবে তুমি,
শস্যক্ষেতে ভরবে এমনের
আরবের মরুভূমি।।
সমাপ্ত
Thursday, March 11, 2010
২৭. আবেগী ভাবনা
লেখার সময়ঃ ২৯-১১-২০০১, বৃহষ্পতিবার, রাত ১১.০০ মিঃ