Wednesday, March 10, 2010

৮০. বন্যা নামে শতরূপা তুমি

লেখার সময়ঃ ২৭-১০-২০০২, রবিবার, সকাল ০৯.০০ মিঃ

“বন্যা” নাম নিয়ে শতরূপা তুমি
শতরূপ ধরে আছো মনে,
জীবনের মঞ্চে দক্ষ অভিনেত্রী সেজে
অভিনয় করে যাও প্রতিক্ষণে।

রূপের বন্যা হয়ে নিয়েছিলে মন
দূরে ঠেলে দিয়ে আমার যাতনা,
সঙ্গী করে নিয়ে গেলে ওপথে
ঘুরিয়ে দিলে এ জীবনের মোহনা।

ভালবাসার বন্যা হয়ে সাজালে আমায়
হাজারো স্বপ্ন বাধালে আশার দ্বারে,
সুখের খেয়ায় নিয়ে গেলে ভাসিয়ে
অনুভূতিগুলো জাগালে নতুন করে।

অভিনয়ের বন্যা হয়ে বুঝালে আমায়
পৃথিবীর নাট্যমঞ্চের জীবনটা,
অভিনয় থেকে অবসর নিয়ে
মেরে দিয়ে গেলে এই মনটা।

সুখের বন্যা আজ হারিয়ে গেছে
জীবনের অসমাপ্ত ডায়রি থেকে,
কষ্টের বন্যায় ভেসে যাই আমি
এ মনে তোমার সমাধি এঁকে।

যন্ত্রণার বন্যায় ভেসে যাবে তুমি
ঘৃণার বন্যা যদি জাগে এ চোখে,
তবুও কখনো দেবনা অভিশাপ
ভেসে থাক সদা তুমি সুখে।

সমাপ্ত