Wednesday, March 10, 2010

১৩. The Poetry for Love “RUBY”

লেখার সময়ঃ ২৭-০২-১৯৯৯, শনিবার, রাত ১০.০০ মিঃ

কেন যে প্রথম হয়েছিলো দেখা
বলেছিলাম Hello Ruby,
I never forget you
এ কথাটি জানায় খুবী।

বাঁকা চোখের চাহনি তোমার মুক্তা ঝরা হাসি
তুমি কি আমার মনের দেবী?
তুমি স্বর্গ-হুরী, ভুবন-পুরী, বিশ্ব-সুন্দরী
নাকি অনেকদিন আগে স্বপ্নে দেখা সেই ছোট Baby.

ফুলের মত দেহ তোমার চাঁদের মত রূপ
জানিনা কতটা মাধবী,
তবে কেন তোমার প্রেমের সাগরে দিলাম প্রথম ডুব
নও তো তুমি কোন মায়াবী।

চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি
জানে তা এ পৃথিবী –
তুমি সাত রাজার ধন, অমূল্য রতন
তোমার পাইনা খুঁজে কোন পদবী।

আজ কি করবে তুমি এ মনের আশা পূরণ
এ মনে ছিল যার অভাবী
দিয়ে আমাকে তোমার মনে ঠাঁই
করবে এ মনের ব্যথা লাঘবী।

জানিনা তোমার মন জয় করতে পারব কিনা
কেননা নয় আমি কোন নবী,
Please, এ মনটাকে দাও নতুন রূপ
তবে, I am very Jubi, Jubi, Jubi.

তোমার চোখে চোখ রেখে হয়েছি পাগল
তোমার সৌন্দর্যে হয়েছি কবি,
তুমিই আমার সকল কাব্যের উৎস
তাই তোমার কাছে করছি প্রেমের দাবী।

তোমার চুলের মেলায় রেখেছি এই মনটাকে
এই বুকের ভিতর শুধু তোমারই ছবি
তাই অন্য কিছু না বলে, বলব একটি কথায়
I Love you, I Love you, I very very Love you Ruby.

The End