Tuesday, March 9, 2010

১৩৩. সান্ত্বনা

লেখার সময়ঃ ২৯-০২-২০০৫, রবিবার, রাত ০১.০০ মিঃ

মনটা যদি পাখি হয়
তারও দুটো ডানা আছে
আছে নিজের ইচ্ছেমত
আকাশে বিচরণের মনোবল।

কাউকে খোলা খাঁচায় রাখলে
একদিন সে উড়ে যাবেই-
তাইতো সে চলে গেছে
মিথ্যে আশায় না রেখে,
তবু এমনে অভিমান নেই
আছে এতটুকু উদারতার সান্ত্বনা।

যেখানেই চলে যাক সে
অন্তত জীবনের কোন একদিন
সে আমায় স্মরণে আনবে-
বলবে, “জীবনের কটি দিন হলেও
একজন প্রভু পেয়েছিলাম
যে আমাকে নিঃস্বার্থ ভালবাসত
সবার চাইতে বেশী – হ্যাঁ,
তার জীবনের চাইতেও বেশী।।”

সমাপ্ত