Wednesday, March 10, 2010

৭৫. ব্যর্থতা

লেখার সময়ঃ ০৩-১০-২০০২, বৃহষ্পতিবার, রাত ০১.০০ মিঃ

আমি যদি জ্বলতে পারতাম
ভালবাসার প্রদীপ হয়ে –

আজীবন সঙ্গ কামনা করেও
আকাঙ্ক্ষা তোমার কমতো না,
আগুনের তেজে ঝলসালেও কখনো
কষ্ট মনের মাঝে জমত না।

আমি যদি হাঁসতে পারতাম
তোমাকে কষ্ট দিয়ে –

তোমার শোভিত মন বাগানে
বসন্ত কখনো আসতো না,
আমাকে ছাড়া সুখের তরী
শান্ত মনেও ভাসতো না।

আমি যদি কাঁদতে পারতাম
তোমাকে হারানোর ব্যথায় –

তোমার হৃদয় আঙ্গিনায় কখনো
বর্ষার অবসান ঘটতো না,
নদীর উচ্ছল-অশান্ত স্রোতধারা
চৈত্র মাসেও ছুটত না।

আমি যদি বলতে পারতাম
মনের সুপ্ত ভাষাগুলো –

অবুঝ এমন বন্দি পাখীর মত
দেহের মাঝেই রইত না,
জাগ্রত মনে তোমাকে সঙ্গী করে
হারিয়ে যেতে বাধত না।

আমি যদি ভুলতে পারতাম
অতীত দিনের স্মৃতি –

তোমার হৃদয়ে যন্ত্রণা দিতে
মনকে বাধা দিতাম না,
ব্যাথাভরা মন দেখেও তোমার
এমনে কষ্ট পেতাম না।

সমাপ্ত