আমি ফুল ভেবে যাকে ধরতে চেয়েছি
কাটা হয়ে সে আঘাত করেছে।
আমি সুখের আশায় যার সঙ্গ চেয়েছি
সাগর হয়ে সে হাবুডুবু খাইয়েছে।
আমি যার ছায়ায় মনের সজীবতা চেয়েছি
মরুভূমি হয়ে সে মনকে শুকিয়ে ফেলেছে।
আমি দুঃখে যার পাশে দাড়াতে চেয়েছি
তুষার হয়ে আমাকে ঢেকে নিজেকে প্রকাশ করেছে।
আমি চাঁদ ভেবে যাকে উপভোগ করতে চেয়েছি
মেঘ হয়ে সে অন্ধকার বয়ে এনেছে।
আমি হৃদয়ে যাকে স্থান দিতে চেয়েছি
শিউলি হয়ে সে ঝরে পড়েছে।
আমি সবকিছুর ঊর্ধ্বে যাকে ভালবেসেছি
যন্ত্রণার হাহাকারে সে আমাকে ভরে দিয়েছে।।
সমাপ্ত
Thursday, March 18, 2010
৩৪. পরাজয়ের অনুভূতি
লেখার সময়ঃ ২৭-১২-২০০১, মঙ্গলবার, রাত ১০.৩০ মিঃ