Monday, March 22, 2010

০৮. তোমার সৌন্দর্য দেখে

লেখার সময়ঃ ০১-০৯-১৯৯৮, মঙ্গলবার, রাত ১০.০০ মিঃ

কবিতা লিখতে বসে,
মনে হয় তুমি আছো পাশে।
পাঠকের মন ভুলে, কবিতার ছন্দে
আমার এ মন ভুলে, তোমার দেহের গন্ধে।

তোমার ঐ রূপে
থাকেনা এ মন চুপে।

তোমার ঐ চুলের বাঁকে
এ মন লুকিয়ে থাকে।

ওই দুটি টানা চোখ
করে দেয় প্রেমের সাধক।

দেখে তোমার ঐ লাল দুটি ঠোঁট
সেরে যায় সব মনের চোট।
লিখতে গেলেই আমার এ মন পাগল হয়ে যাই
তাইতো কবিতা আর লিখতে না চাই।।

সমাপ্ত