Monday, March 22, 2010

৩২. মনে বড় ইচ্ছে হয়

লেখার সময়ঃ ০৯-১২-২০০১, রবিবার, রাত ১১.০০ মিঃ

তোমাকে হাসতে দেখলে, মনে বড় ইচ্ছে হয়-
চোখের আড়ালে লুকিয়ে থাকা পরীদের ধরে
তোমার সামনে নিয়ে আসি,
যাতে করে, তারা তোমার হাসির ছন্দে
নৃত্য করার আনন্দ খুঁজে পাই।

তোমাকে কাঁদতে দেখলে, মনে বড় ইচ্ছে হয়-
ঐ আকাশ হতে সূর্যটাকে ধরে এনে
তোমার চোখের সম্মুখে রেখে দিই,
যাতে করে, তোমার চোখের জল দেখে
আমায় দুঃখ পোহাতে না হয়।

তোমার দুঃখ দেখলে, মনে বড় ইচ্ছে হয়-
এই ধরণীর বুকের বায়ুপ্রবাহ ধরে
তোমার মনের ভিতর পাঠিয়ে দিই,
যাতে করে সে, তোমার সব দুঃখ নিয়ে
অনেক দূর পেরিয়ে যায়।

তোমার উদারতা দেখলে, মনে বড় ইচ্ছে হয়-
মাথার উপরে উঠা চন্দ্রটিকে ধরে
তোমার আদর্শে শিক্ষা দিই,
যাতে করে সে, তোমার গুনে লজ্জা পেয়ে
লুকিয়ে পরে মেঘের আড়ালে।

তুমি লজ্জা পেলে, মনে বড় ইচ্ছে হয়-
ঐ-দিগন্তে দাঁড়িয়ে থাকা মেঘগুলো ধরে এনে
তোমার মুখটা ঢেকে দিই,
যাতে করে, কোনদিন কারো কাছে
তোমায় ছোট হতে না হয়।

তুমি আমায় ভালবাসলে, মনে বড় ইচ্ছে হয়-
প্রকৃতির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলি
আমি ধন্য,
যাতে করে সে, তোমাকে হারানোর ব্যথা
অনুভব করতে পারে।।

সমাপ্ত