Monday, March 22, 2010

৮৯. কেন?

লেখার সময়ঃ ০৩-০১-২০০৩, বৃহস্পতিবার, সকাল ০৯.০০ মিঃ

যার চোখে আজ
জলের টলমল
তাকে কেন আজ
হাসতে বল?
যার মনটা আজ
ঘৃণায় ছলছল
তাকে কেন
ভালবাসতে বল?

যার কানে আজ
কান্নার কলরব
তাকে কেন
বুঝতে বল?
যার নাকে আজ
শুধু দুঃখের ঘ্রাণ
তাকে কেন সুখ
খুঁজতে বল?

যার মুখে আজ
নিরাশার ছোঁয়া
তাকে কেন গান
গাইতে বল?
যার বুকে আজ
কষ্টের হাহাকার
তাকে কেন হাল
বাইতে বল?

সমাপ্ত