Sunday, March 21, 2010

০৬. জীবন মানে

লেখার সময়ঃ ৩১-০৮-১৯৯৭, রবিবার, দুপুর ০২.০০ মিঃ

জীবন মানে, ফুলশয্যা নয়
জীবন মানে যন্ত্রণা,
জীবন মানে, সুখ-স্বাচ্ছন্দ্য নয়
জীবন মানে দু;খের সান্ত্বনা।

জীবন মানে, স্থির নয়
নতুন কিছুর সন্ধানে,
জীবন মানে, কণ্টকশয্যা
সবাই তাহা জানে।

জীবন মানে, নয় কো অর্থ
নই কো কোন তত্ত্ব,
জীবনের শিকড় বাহির করিতে
থাকিতে হইবে মত্ত।

জীবন মানে, কৌতুক নয়
নয় বা কৌতুকময়ী,
জীবনের কড়া ভাঙ্গিয়া ফেলিয়া
হইতে হইবে জয়ী।

জীবন মানে, যার কিনারা নাই
যেমন কুল হীন নদী,
জীবন মানে, সংগ্রাম তাই
চাইনা কোন শাহী গদি।

জীবন মানে, গৃহ জয় নয়
জয় করা চাই অগ,
জীবন মানে, বেকার নয়
হইতে হইবে অধ্বগ।

জীবন মানে, নির্বোধ নয়
নয় বা মানে বিফল,
জীবন মানে, পাতাল জয়ে
হইতে হইবে সফল।

জীবন মানে, হিংসা-দ্বেষ নয়
জীবন মানে ভালবাসা,
জীবন মানে, অ-সফলতা নয়
সর্বদা চাই সফল আশা।

জীবন মানে, কৃপণতা নয়
আরাম, আয়েস সুখ অর্পণ,
জীবন মানে, দু;খ ভয়কে
করিতে হইবে দর্পণ।

জীবন মানে, অধম নয়
জীবনের আছে অনেক নীতি,
জীবন মানে, চঞ্চলতা নয়
কাজে থাকা চাই ধৃতি।

জীবন মানে, খারাপ কিছু নয়
নই বা কোন পণ্য,
জীবন মানে, সুখের দুঃখের
বাধা অগণ্য।

জীবন মানে, ভণ্ডামি নয়
নই কো ভণ্ড নেতা,
জীবন মানে, যেখানে ভণ্ডামি
থাকিতে হবেনা সেথা।

জীবন মানে, যত বাধা যন্ত্রণা
যতটুকু আমরা বুঝি
জীবনকে শত বেদনার মাঝে
ফিরিতে হইবে খুঁজি।

শত শত বাধা-বিপত্তির মাঝে
যদি সংগ্রাম চালাতে হয়,
তখনই সেখানে-খুঁজে পাওয়া যাবে
জীবনের পরিচয়।।

সমাপ্ত