Monday, March 15, 2010

২৪. দুঃখী মনের ইচ্ছা

লেখার সময়ঃ ২১-১১-২০০১, বুধবার, রাত ০৭.৩০ মিঃ

দুঃখী মানুষ আমি
দুঃখ আমার কেউ বোঝে না,
সুখের কি যে আনন্দ
আমার এ মন তা জানে না।

দুঃখ যে দেয়
জানে কি দুঃখের বেদ না?
ভুল বুঝে কখনও
কারও জন্য কেঁদো না।

ব্যথা যদি দিতে চাও
দিও না মিথ্যা সান্ত্বনা,
মরীচিকা ন্যায় আশ্বাস নয়
চায় মৃত্যুর যন্ত্রণা।।

সমাপ্ত