প্রেম মানে মাখামাখি
প্রতিদিন চিঠি লেখালেখি
অস্থিরতা নিয়ে ডাকাডাকি
পথে অপেক্ষায় রাখারাখি
লোকাচরে খুঁজে দেখাদেখি
চোখে চোখে তাকাতাকি
হাজারো কথা বকাবকি
গল্পের ঝুড়ি ঝাঁকাঝাঁকি
বুকে স্বপ্ন রাখারাখি
ভবিষ্যৎ ভাবনায় পাকাপাকি
মাঠে চার ছয় হাঁকাহাঁকি
প্রেমের গোপনীয়তা ঢাকাঢাকি।।
সমাপ্ত